তিন হাতের মানুষ
তিন হাত মানুষের
ত্রি-ভুবন জয় রে,
ইতিহাস জানিয়েছে
মিথ্যে তো নয় রে।
ডান হাত বাম হাত
আর অজুহাত রে,
তিন হাতে মানুষই
করে বাজিমাত রে।
জেনে জেনে মানুষই
জানি সবজান্তা,
পোলাও কোর্মা থেকে
জানে নুন পান্তা।
তবে জেনো এ কথাটা
হবে ঠিক মানতে,
মানুষ মানুষকে আজও
পারেনিকো জানতে।