জল ঢেলে দাও মেঘ
সব আকাঙ্ক্ষা পোড়ালাম
এখন কোথায় ফেলব ছাই ?
মেঘ বার্তা দিয়ে গেছে ভাসিয়ে দেবে শব
এইসব ভোর আর ভোরের কলরব
দাঁড়িপাল্লা ফেলে দিয়েছি
রক্তে ব্যথা লুকিয়ে রাখিনি
শূন্য বলের মতো শুয়ে আছি
গড়ালেই গড়ে যাব যেদিকেই যাওয়া যায়
অথবা পেয়ে যাব যা কিছু পাওনা অভিশাপ
নীল কলেবর হরিণ ছুটে যাচ্ছে
সিংহনাদ যদিও ঘুমাচ্ছে স্মৃতির অরণ্য জুড়ে
বাতাস উড়িয়ে দিচ্ছে বাতাসি শিস
আমি তো তাকাইনি ফিরে ফিরে
নিভে যাওয়া আগুনেই খুঁজিনি সত্য শিব
জল ঢেলে দাও মেঘ, খুলে রাখো তোমার উষ্ণীশ