একপশলায়
তোর অবিন্যস্ত ভাসা মেঘ থেকে
একপশলা বৃষ্টি চুরি করতে চেয়েছিলাম,
চেয়েছিলাম তাকে নিয়ে যাব,
রায়দিঘীর পাড়ে, যেখানে কথাকলির আসর বসে রোজ।
যাব, নীলকুঠির পশ্চিম মাঠে,
যেখানে রুক্ষ জমি যদি আবার সবুজ গালিচা
পেতে দেয়। যাব কানু মিঞার আনাজ ক্ষেতে,
বেচারা ভঙ্গুর মিঞা পানি পানি করে
তোর দিকে তাকিয়ে থাকে বছর ভরে।
চেয়েছিলাম ওই একপশলা বৃষ্টি নিয়ে
যাবো, বনলতার উঠোনে,
যেখানে সদ্য বসানো বোগেনভেলিয়া
বনলতার সাথে একটা আমুদে স্নান
সেরে নিতে পারে। চেয়েছিলাম চুরি করা বৃষ্টিতে
ভিজিয়ে দেবো পথের ধুলোবালি;
পারিনি, তুই হতে দিস নি, আমার চুরি আটকে,
তোর জমিয়ে রাখা একপশলা গুলো
বৃষ্টির জলে ধুয়ে দিচ্ছিস আমার শতেক ভাবনা।
শেয়ার করুন