ঘাসের শরীরে জ্বর
এসো জাতিস্বর! এ দৈব ভূমণ্ডলে পা, রাখো
প্রাচীন বাঁশের বনে, অশ্বত্থের ডালে ডালে রাখো
মৃদু লণ্ঠন হাতে নেমে এসো অন্তরীক্ষে, শিশিরে
মুঠো ভরা ভাঁটফুলে ভাঙাকুঠি রেনুময় ঘ্রাণ
নিও আমাদের সন্ধান; কিছু তোমার পদছাপ
ভেঙেচুরে ধুলো মেখে মাঠময় উড়ে গেছে।
উড়ে গেছে শীত শীত ঘাসের শরীরে,
বীজপত্রে — শিশুর লালামাখা ঠোঁটে…
ঠোঁটে হাত রাখো। ফুঁয়ের বাতাস
উড়ে গিয়ে ঘাসের শরীরে আঁকে
উল্কির ছাপে ছাপে, আমাদের কণ্ঠের স্বর;
দেখো — ঘাসের শরীরে জ্বর… বোঝেনি ঈশ্বর!
শেয়ার করুন
বাঃ, অপূর্ব মায়া জাগল কবিতা পাঠে। পড়তে পড়তে হারিয়ে গেলাম প্রকৃতিতে।
ধন্যবাদ।
ধন্যবাদ। পাঠকের ভালোলাগা এক অনন্য প্রাপ্তি।
আহা, অপূর্ব লিখন
ধন্যবাদ অভিষেক দাদা।