অস্তিত্ব
মাটির উপরেই ভর দিয়ে দাঁড়িয়ে আছি,
এখন অনেকটা মৃত্যুর কাছাকাছি,
মৃত্যুর মুখোমুখি একান্ত বেপরোয়া,
ঠোকর খাচ্ছি—–,
ভাঙ্গছি আর গড়ছি,
ফিরে, ফিরে একজায়গায় আসি,
বেঁচে আছি মায়াময় হাতছানি,
কড়া নাড়ে ঘুরে ফিরে,
যতক্ষণ থাকে এ-জীবন,
পৃথিবীতে জেগে আছি ততক্ষণ।
শেয়ার করুন
চমৎকার কবিতা