স্তব্ধতা
গান গাও স্তব্ধতার। পলায়নে থাক।
আবিল আঙুলগুলি বারে বারে টেনে নিক অপার্থিব ভাতডালভাজা।
নেশা ধরে যাক গানে। এই গান ঘুম পাড়ানোর।
পলায়নে ভাল লাগে কেননা যে জাগাই জরুরি
সে- জাগায় তীব্র ব্যথা, অসংখ্য ছিদ্রের
চুঁইয়ে পড়া বেদনাবহন, ক্ষতপোষা।
এই সব বিবর্ণতা উচ্চারণ করেছ যখনই
তখনই পেলব হল বৃষ্টিরাশি, তখনই গাছের নীচে পাতা হল শয্যা,
মৃত পাতাদের ডালেদের ফলেদের… বহুধা আলাপি
সকালের পাখিকুল এসে বসল বুকে মুখে ঘাড়ে।
পলায়নে পায়ে পায়ে গা ঘেঁষে বসেছে সেই সাহসের উন্মুক্ত পল্লব।
একদিন ফিরে আসা পাবেই, পাবেই, জেনে রেখ।
একদিন ফিরে আসা পাবেই,পাবেই জেনে রেখ…👌
বহুদিন পরে এমন সুন্দর একটা কবিতা পড়লাম!
কবি ও কেয়াপাতাকে অনেক শুভেচ্ছা🙏
ধন্যবাদ।
সহজ সুন্দর ! মরমিয়া ! অযথা জার্গনে ভারাক্রান্ত নয়।
যশোধরার কবিতা স্তব্ধতা ভালো লাগল।
ধন্যবাদ।
ভাল , ভাল লেগেছে সব লেখা ৷
“একদিন ফিরে আসা পাবেই, পাবেই, জেনে রেখ।” ভালো লাগল কবিতাটি।
ধন্যবাদ।
যশোধরা রায় চৌধুরীর লেখা নতুন করে আর মন্তব্য দাবি করে না ৷ উনি আরও লিখুন ৷ কেয়াপাতাকে ধন্যবাদ যশোধরা রায় চৌধুরীর লেখা পাঠকদের পড়ার সুযোগ করে দেবার জন্য ৷
ভাল লাগল ৷ ওনার লেখার বিষয়ে মন্তব্য নিষ্প্রয়োজন ৷